ঢাকা (ভোর ৫:২১) শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দি পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock শুক্রবার রাত ১০:২৩, ৯ মে, ২০২৫

দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই শ্লোগানকে সামনে রেখে দাউদকান্দি পৌর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৯ মে) বিকালে শহীদ রিফাত শিশু পার্কে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

এতে পৌর যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার আমীর অধ্যাপক আব্দুল মতিন।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন— কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন— দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামী আমীর মনিরুজ্জামান বাহলুল, যুব বিভাগের কুমিল্লা উত্তর জেলা সভাপতি মো. সাইফুল আলম,পৌরসভা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবুল কাশেম প্রধানিয়া, পৌর জামায়াতে ইসলামী সেক্রেটারি শাহজাহান তালুকদার, সহ-সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক।

 

এর আগে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন— অনুষ্ঠানের সভাপতি পৌর যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকার।

 

আলোচনা সভা শেষে সন্ধ্যার পর এক মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এতে সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক ইসলামি শিল্পীরা ইসলামি গান পরিবেশেন করেন—এতে এবিএম নোমান,গীতিকার ও সুরকার দিদারুল ইসলাম, সফিক আদনানসহ অন্যান্য সংগীত শিল্পীরা ইসলামি গান পরিবেশেন করে শ্রোতাদের মন জুড়িয়ে দেন।

 

এছাড়াও দ্যা পিস আর্টের অভিনেতারা সমসাময়িক বিষয়ভিত্তিক কৌতুক অভিনয় ও নাটিকা পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠানটি মাতিয়ে তুলেন।

 

এতে আগত দর্শক শ্রোতাগণ ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন— আবু তাহের নয়ন।

 

সবশেষে অনুষ্ঠানে সংগীত শিল্পী এবিএম নোমান ও দিদারুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেন ফিনিক্স প্রিন্টার্সের সত্ত্বাধিকারী আদহাম নবির।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT