দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ে নৈতিক মানোন্নয়ন সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার দুপুর ০২:৩২, ১১ সেপ্টেম্বর, ২০২৫
কুমিল্লার দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাংবাদিক ও সমাজকর্মী তওফিক রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) মোতাবিব্বর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক জাকির হোসেন ও সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুণাবলি, দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইভটিজিং, বাল্যবিবাহ রোধ এবং কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা নাছির আহাম্মেদ।


