দাউদকান্দি পৌরসভার ২০ শয্যা হাসপাতালে করোনা টেস্ট ও করোনা ভেকসিন সেবা
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা শনিবার রাত ০৯:৩৪, ১৭ জুলাই, ২০২১
দাউদকান্দি পৌরসভার ২০ শয্যা হাসপাতালে করোনা টেস্ট ও করোনা ভেকসিন সেবা পাওয়া যাবে,বলেছেন মেজর(অব.) মোহাম্মদ আলী।
উপজেলা পরিষদ এর এই বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান করোনার সংক্রমণ রোধ ও করোনাকালীন সময়ে কর্মহীনদের সহযোগীতা করেছেন দুহাত উজাড় করে।
দুঃসময়ে সম্মুখ সারিতে থেকে এ কাজের জন্য তিনি দাউদকান্দি উপজেলায় যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবেন।
তার প্রচেষ্টায় সারা দেশে প্রথম ভ্রাম্যমাণ করনার স্যাম্পল কালেশন বুথ হয়েছিলো এই উপজেলায়।তবে এবার সহসাই তিনি নিতে চলছেন ব্যতিক্রম এক উদ্যোগ। হঠাৎ করোনার সংক্রমণ ও মৃত্যু হার বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা সহজলভ্য ও দোড়গোড়ায় পৌঁছে দিতে দাউদকান্দি পৌরসভার ২০ শয্যা হাসপাতালে করোনা টেস্ট ও করোনা টিকা প্রদান এর কার্যক্রম শীঘ্রই চালুর কথা জানান।