দাউদকান্দি পৌরসভায় ৩৫ কোটি টাকার বাজেট ঘোষণা
হোসাইন মোহাম্মদ দিদার রবিবার দুপুর ০৩:০৯, ৩০ জুন, ২০২৪
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন।
৩০ জুন (রোববার) দুপুরে পৌর সভাকক্ষে এ বাজেট ঘোষণা করা হয়। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৩৫ কোটি ৩১ লক্ষ ৪৮ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৮৭ লক্ষ ৬০ হাজার টাকা। বাজেট উদ্ধৃত্ত ৪ কোটি ৪৩ লক্ষ ৮৮ হাজার টাকা।বাজেটে নতুন করারোপ করা হয়নি। বাজেটে আয়ের খাত ধরা হয়েছে লাইসেন্স ফি,হোডিং ট্যাক্স,হাট-বাজার,ও সিএনজি স্ট্যান্ড ইজারাসহ বিভিন্ন আয়ের উৎসখাতসমূহ।
বাজেট ঘোষণাকালে পৌর মেয়র সেইন আশা প্রকাশ করে বলেন, বাজেট জনকল্যানমুখী করার জন্য সব ধরনের প্রয়াস নেওয়া হয়েছে। এতে পৌরবাসির নাগরিক সুবিধা আরও বৃদ্ধি পাবে। তিনি পৌরসভাকে ভবিষ্যতে আরও সমৃদ্ধ করতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।
উপস্থিত ছিলেন— পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন, পৌরসভার ১নং প্যানেল মেয়র এনামুল হক সরকার এমেল, প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, খন্দকার নুরুন নাহার,
কাউন্সিলর মোতালেব মীর, দেলোয়ার হোসেন, খন্দকার বিল্লাল হোসেন সুমন, সালাউদ্দিন সরকার, মোয়াজ্জেম হোসেন,লাভলী আক্তার, শামীম দর্জি, সাকিব আহমেদ প্রমুখ।