ঢাকা (রাত ১১:৩১) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দি পৌরসভায় ডা. অপুর স্মরণে দোয়া ও মিলাদ-মাহফিল

স্মরণসভায় বক্তব্য রাখছেন— কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শুক্রবার রাত ০৯:৫৮, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

” নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই ” কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর এ বাণীর মতই বরেণ্য চিকিৎসাবিদ

রাজধানী ঢাকার আদ-দ্বীন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. আশরাফুজ্জামান অপু পরপারে চলে যাওয়ার পরেও মানসপটে গেঁথে আছেন।

তিনি জীবদ্দশায় যেমন ছিলেন অনন্য প্রতিভাবান ও মেধাবী। তার যাপিত জীবনের পরতে পরতে রেখেছেন মেধার স্বাক্ষর। বিনয় ও উদারতায় জয় করেছেন মানুষের মন। সময় পেলেই এলাকার মানুষের টানে ছুটে আসতেন। দিতেন ফ্রীতে চিকিৎসাসেবাও।

 

এই ক্ষণজন্মা ব্যক্তির স্মরণে দোয়া ও মিলাদমাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মরহুমের চাউল বাজারের নিজ বাসভবনে স্মরণ সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা মরহুম ডা.আশরাফুজ্জামান অপুর শৈশব, কৈশোর শিক্ষাজীবন ও চাকরি জীবনসহ যাপিত জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার স্মৃতিচারণ করেন।

 

 

স্মরণসভায় বক্তব্য রাখেন— কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, নুর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, মাহবুবুল আলম মোহন সরকার, মাওলানা আবুল হোসেন ফারুকী।

 

স্মরণসভায় দোয়া ও মিলাদ পূর্বক বিশেষ আলোচনা করেন—বানিয়াপারা দরবার শরীফের পীর মাওলানা আবু বক্কর সিদ্দিকী।

 

 

স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল হক, খন্দকার মারুফ মাহবুব হোসেন,

উপজেলা বিএনপির সহ-সভাপতি জসীমউদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের আহ্বায়ক ভিপি শাহাবুদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার,

কেন্দ্রীয় যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু মুসা, বিএনপি নেতা কামাল হোসেন সরকার, সদর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজগর আলী মেম্বার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী,

উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রানা সরকারসহ আরও অনেকে।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন— পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার।

 

উল্লেখ্য, দাউদকান্দির কৃতী সন্তান সাবেক এক্স-ক্যাডেট ডা. আশরাফুজ্জামান অপু ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯ টায় ইন্তেকাল করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT