ঢাকা (সকাল ৭:২৬) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলীকে শোকজ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock রবিবার সকাল ০৮:৫১, ২৪ ডিসেম্বর, ২০২৩

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীকে শনিবার (২৩ ডিসেম্বর) কারণ দর্শানোর নোটিশ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মুক্তা রানী।

 

শনিবার কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস উপজেলা নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (সিনিয়র সহকারী জজ) মুক্তা রানী স্বাক্ষরিত চিঠিতে তিন কর্মদিবসের মধ্যে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে জবাব চেয়েছেন।

 

নোটিশ সূত্রে জানা যায়, কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ডা. আবদুল মান্নান জয় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরাফাতুল আলমের নিকট উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নামে সরকারী বাসভবনে বসে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ করেছেন। সরকারী বাসস্থান ও অন্যান্য সুবিধাদি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্তানিমূলক প্রচারণা চালাচ্ছেন। সোস্যাল মিডিয়াতে অভিযোগকারীর বিরুদ্ধে মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করার কথাও অভিযোগে উল্লেখ করেছেন এতে।

 

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার (মোহাম্মদ আলী সুমন) বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎবিষয়ে আগামি ২৬ ডিসেম্বর বেলা ১২টার সময় নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের নির্বাচনকালীন বিশেষ আদালতে হাজির হতে নির্দেশ প্রদান করেন সিনিয়র সহকারী জজের আদালত কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস উপজেলা) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মুক্তা রানী।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT