দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আব্দুস সাত্তার

হোসাইন মোহাম্মদ দিদার
বৃহস্পতিবার বিকেল ০৪:৫৪, ২৭ মার্চ, ২০২৫
ঐতিহ্যবাহী দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আব্দুস সাত্তারকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করে বৃহস্পতিবার (২৭ মার্চ) একটি প্রজ্ঞাপন জারি করেছে। যারা অনুলিপি উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। স্মারক নং: ২.৩৭.১৩.০০০. ২১২.২২.৩৭.২৫.৭০৮১।
প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয়েছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানজিং কমিটির প্রবিধানমালা ২৪ এর ৬৪(১০) ধারা মোতাবেক এই এডহক কমিটি দেওয়া হলো।
এদিকে এই এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় আব্দুস সাত্তার কুমিল্লা-১ আসনের সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলামসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আব্দুস সাত্তার জানান,” আমি জানি না এই বিদ্যলয়ের পূর্বে শিক্ষার মান ও শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতি কেমন ছিল। আমি দায়িত্ব নেয়ার পর এই বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষকদের নতুন কারিকুলামে শিক্ষাদান পদ্ধতির নিয়ে কাজ করব। সম্তোষজনক ফলাফল, শিক্ষার মানোন্নয়নে, অভিভাবকদের সঙ্গে হৃদ্যতা সম্পর্ক উন্নতিতে কাজ করব — ইনশাআল্লাহ।