ঢাকা (বিকাল ৩:১৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে ৫০ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার ২

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বুধবার দুপুর ০৩:৫৩, ২৫ আগস্ট, ২০২১

দাউদকান্দি সার্কেল এএসপি মো.জুয়েল রানা’র নেতৃত্বে(২৫ আগস্ট) বুধবার ভোরে দাউদকান্দি উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা নামক স্হানে চেকপোস্টে গাড়ি তল্লাশীকালে ঢাকাগামী একটি জীপগাড়িতে তল্লাশী চালিয়ে গাড়ী ও ১০০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।

মডেল থানার ডিউটি অফিসার এএসআই রোজিনা আক্তার জানান,”সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল মোঃ জুয়েল রানা, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নির্দেশনায় এসআই হারিসুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন নামক স্থানে চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী (ঢাকা মেট্রো ঘ- ১৫ – ২৮১৩) জীপগাড়িতে তল্লাশী চালিয়ে গাড়ীর ভিতরে থাকা নীল পলিথিন দিয়ে মোড়ানো ১ কেজি করে ১০০ প্যাকেটে ১০০ কেজি গাঁজা উদ্ধার নূরে আলম (২৫) ও নূর হোসেন রুবেল (২৪) কে গ্রেফতার করে।

এ বিষয়ে দাউদকান্দি সার্কেল এএসপি মো. জুয়েল রানা বলেন,”কুমিল্লা জেলা এসপি স্যারের কঠোর নির্দেশ মাদক ও মাদক ব্যবসায়ীদের প্রতি কোন ছাড় দেওয়া হবে না। এই মাদক ব্যবসায়ীরা দেশের নিকৃষ্ঠ শত্রু। এরা যুব সমাজকে ধংস করার মাধ্যমে বাংলাদেশকে দূর্বল করে দিতে চায়। বাংলাদেশ পুলিশ তা কখনো হতে দিবে না। এই বিপুল পরিমাণ গাজা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত মূল হোতাদেরও ধরা হবে এবং আইনের আশ্রয়ে নিয়ে আসা হবে। পাশাপাশি আমাদের মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।”

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার পুরান চোয়ারা গ্রামের এখলাছ মিয়ার ছেলে নুরে আলম (২৫), চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সুস্বাদ গ্রামের আবুল হাসেমের ছেলে নূর হোসেন (২৪)।

মডেল থানা অফিসার-ইন-চার্জ মো. নজরুল ইসলাম জানান,”এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT