দাউদকান্দিতে ৩ বছর পর ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
হোসাইন মোহাম্মদ দিদার বুধবার সকাল ০৯:৩৭, ১৫ নভেম্বর, ২০২৩
পরোয়ানাভুক্ত মনির হোসেন নামের এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করে র্যাব-১১।
বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক(এসআই) সুজয় মজুমদার।
র্যাব-১১ এর আভিযানিক একটি দল অভিযান পরিচালনা করে এক কিশোরীকে ধর্ষণের দায়ে এজহারনামীয় ২ নং আসামি মনির হোসেনকে গ্রেফতার করে বুধবার (১৪ নভেম্বর) বিকালে দাউদকান্দি মডেল থানায় সোপর্দ করেন।
ধৃত আসামি উপজেলার সদর উত্তর ইউনিয়ন গঙ্গাপ্রাসাদ গ্রামের বজলুর রহমানের ছেলে।
ধর্ষিতা কিশোরীর এক নিকটাত্মীয় কবির হোসেন জানান,” ধৃত আসামির সহায়তায় ২০২০ সালে করোনাকালীন সময়ে আমার শ্যালিকাকে এজাহারনামীয় ২ নং আসামীসহ অন্যান্য আসামীরা ধর্ষণ করে। পরে আমরা নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মামলা করলে আদালত তা আমলে নিয়ে পিবিআইকে তদন্তভার দেয়। তদন্তকারী কর্মকর্তার ঘটনার সত্যতা পান। আাসমী দীর্ঘদিন পলাতক থাকায় আসামীর বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে।
প্রকৃত আসামী গ্রেফতারের আমি র্যাব-১১কে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ”
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম জানান,” আসামীর বিরুদ্ধে একটি সিআর মামলার বিচার চলমান থাকায়, আসামি দীর্ঘদিন পলাতক থাকার কারণে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এতে র্যাব-১১ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার(১৫ নভেম্বর)সকালে আসামীকে কুমিল্লা বিজ্ঞ জজ আদালতে প্রেরণ করা হবে। “