দাউদকান্দিতে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
হোসাইন মোহাম্মদ দিদার বৃহস্পতিবার বিকেল ০৪:০৯, ৪ জুলাই, ২০২৪
উপজেলার চন্দ্রশেখরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘের’ আয়োজনে ৫০ জন সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ব্যাগ, খাতা, কলম, পেন্সিল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৪জুলাই) চন্দ্রশেখরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম বিদ্যালয়ের ৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে এই শিক্ষা উপকরণ তুলে দেন।
এসময় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, বিটেশ্বর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ভূইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা রানী বণিক, নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নারায়ন চন্দ্র বনিক।
অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন সংগঠনের দাউদকান্দি শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন , অর্থ সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক অভি নন্দী ও নারী সম্পাদিকা সুমাইয়া সরকার।