দাউদকান্দিতে সিএনজি পাম্পে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
হোসাইন মোহাম্মদ দিদার
বৃহস্পতিবার রাত ১০:৫৮, ৪ সেপ্টেম্বর, ২০২৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি সিএনজি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৌরীপুর এলাকার রাবেয়া সিএনজি পাম্পে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ধারা ৪৮ অনুযায়ী পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার জানান,
“ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের লঙ্ঘন পাওয়ায় এ জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার সুরক্ষায় এবং প্রতারণা প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগীতা করেন দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোতাবিব্বর হোসেন, এসআই ইমরানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।


