ঢাকা (দুপুর ২:৫৮) সোমবার, ৬ই মে, ২০২৪ ইং
শিরোনাম

দাউদকান্দিতে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতবস্ত্র বেচাকেনার চাহিদা



পৌষের হার কাঁপানো শীত জেঁকে বসেছে গোটা দেশে। কুমিল্লার দাউদকান্দি উপজেলা একটি নদী বেষ্টিত উপজেলা। এর পাশ দিয়ে বয়ে গেছে বিখ্যাত গোমতী নদী।

 

নদী এলাকায় একসময় শীত কম থাকলেও কালের পরিক্রমায় এখন নদী বেষ্টিত এলাকায় শীত খুব বেশি অনুভূত হয়। শীতের দাপটে এখানকার শ্রমজীবী মানুষেরা বেশি বিপাকে পড়েছে। এই এলাকার সাধারণ মানুষেরা এখন শীতবস্ত্র কেনায় ব্যস্ত।

 

বাজার ঘুরে দেখা গেছে, বড় বড় গার্মেন্টে শীতের তেমন কোনো পোশাক কেনাবেচার দৃশ্য চোখে পড়েনি, তবে ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোতে নিম্ন শ্রেণি পেশার মানুষের শীতের পোশাক কেনার হিড়িক পড়েছে।

 

পৌরবাজার এলাকার ফুটপাত থেকে শীতবস্ত্র কেনা নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা জানান, “শীত তো আর সারা বছর থাহে না,দুই মাস শীত কাল থাহে। তাই ফুটপাত থাইকা কম দামে মাত্র ৫ শত টেহা দিয়া একটা জ্যাকেট কিনছি। এটা পুরা শীতকাল কেটে যাবে আমার।”

 

ফুটপাতে শীতবস্ত্র বিক্রি করা দোকানদার আব্দুর রহিম জানান,” প্রতি বছর আমরা শীতবস্ত্র বিক্রি করে সংসার চালাই। আয় উপার্জন ভালোই হয়।

ভালো লাভ হয়। এখানে কমদামে ভালো কাপড় পাওয়া যায়।

তবে গতবারের তুলনায় এবার শীতবস্ত্র বিক্রি অনেক কম।

আশা করি শীত আরও বাড়লে পোশাক বিক্রির চাহিদাও বাড়বে।”

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT