ঢাকা (সকাল ৭:৪০) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দিতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock রবিবার রাত ১০:১০, ১৫ অক্টোবর, ২০২৩

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয দূর্গা পূজা উদযাপন উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মডেল থানার আয়োজনে রোববার (১৫ অক্টোবর ) রাতে দাউদকান্দি মডেল থানার আয়োজনে থানা চত্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকারী সিনিয়র পুলিশ সুপার এনায়েত কবীর শোয়েবের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন— কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। সভাটি সঞ্চালনা করেন—মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) রওশন জাহান। এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন—

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এবং পৌর মেয়র নাইম ইউসুফ সেইন,জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মতিয়ার রহমান।

শারদীয় দূর্গা পূজ নির্বিঘ্ন করতে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও মসজিদের ইমাম-খতিবরা তাদের উন্মুক্ত মতামত জানান।

 

এ সময় আরও বক্তব্য রাখেন— উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দাউদকান্দি শাখার সভাপতি বাসুদেব ঘোষ,পৌর প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব,

সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ আচার্য প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT