দাউদকান্দিতে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ এর দাবিতে মানববন্ধন
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা শনিবার দুপুর ০২:২৬, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
আজ শনিবার দুপুর ১২ টায় সিদ্দিক কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন করা হয়।
স্থানীয় কৃষক রফিক মিয়া বলেন,” প্রায় ১ বছর যাবৎ গেইট নির্মাণ এর কারণে ১০০ জন কৃষকের প্রায় ৭ শত বিঘা জমিতে স্থানীয় কৃষকরা ফসল ফলাতে পারছে না। এর কারণে শতাধিক কৃষক মানবেতর জীবনযাপন করছে।”
এলাকারবাসি মানববন্ধনে স্থানীয় প্রশাসনকে দাবি জানিয়ে বলেন,”দ্রুত এই গেইট অপসারণ করে শতাধিক কৃষকের জীবন বাঁচান।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুল ইসলাম জানান,”ভুক্তভোগীদের অভিযোগ এর প্রেক্ষিতে আমি ও আমার সহকারি কমিশনার (ভূমি)সহ সরেজমিন পরিদর্শনে গিয়েছি। কোল্ড স্টোরেজ মালিক কর্তৃপক্ষ এই গেইট নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অমানবিক কাজ করেছে। আমি বিষয়টি খতিয়ে দেখছি।”
এ বিষয়ে জানতে সিদ্দিক কোল্ড স্টোরেজ গেলে কাউকে খোঁজে পাওয়া যায় নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মু্ক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস,আব্দুল কাদির,আফজাল সরকার,আব্দুল খালেক,মিজান মেম্বার, ৫ নম্বর এর কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন,৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন, আব্দুস সাত্তার, সবুজ আহম্মেদ ও সালাউদ্দিন সরকার প্রমুখ ।