দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ফেনসিডিলসহ আটক-২
হোসাইন মোহাম্মদ দিদার মঙ্গলবার দুপুর ০১:০৪, ২৯ অক্টোবর, ২০২৪
ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল (২৮ অক্টোবর) রাত পৌনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিল, ১ বোতল বিয়ার, দুটি মোবাইল ফোন, নগদ দুই হাজার ৬০০টাকাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন— মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক(এসআই) হারুন-অর-রশিদ।
অভিযানে অংশগ্রহণ করেন— দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক( এসআই) মো. হাবিব খান ও বাংলাদেশ সেনাবাহিনীর হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজ আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর একটি চৌকস টিম।
আসামিদ্বয় হলেন— পৌর এলাকার দৌলদ্দি গ্রামের শাহআলমের ছেলে শাহীন(৩২) ও সবজিকান্দি গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে বিজয় রহমান(২৩)।
মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী জানান,” ফেনসিডিলসহ আটক আসামীদ্বয়কে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি গ্রহণ করার পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”