দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার
হোসাইন মোহাম্মদ দিদার সোমবার বেলা ১২:১৫, ২৮ অক্টোবর, ২০২৪
দাউদকান্দিতে আর্মির রাত্রিকালীন ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে ১০ কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে।
২৮ অক্টোবর সকাল পৌনে ৬টায় হাসানপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার তৈয়ব এর নেতৃত্বে একটি টহল দল টোলপ্লাজায় দায়িত্ব পালনকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করার পর ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাসেল ইসলাম রাতুল।
পরে ধৃত রাসেলকে মাদকসহ দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান,” মাদককারবারী বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। “