ঢাকা (সকাল ৬:৩৭) রবিবার, ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বুধবার দুপুর ০১:৪৯, ২৬ মার্চ, ২০২৫

কুমিল্লার দাউদকান্দিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম বিশ্বরোডের মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। পৌরসভার পক্ষে পৌর ও সহকারী কমিশনার(ভূমি) রেদওয়ান ইসলাম,মুক্তিযুদ্ধ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,বিভিন্ন রাজনৈতিক দল, মডেল থানা,হাইওয়ে থানা, সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেণি পেশার মানুষেরা শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় মুক্তিযুদ্ধ স্তম্ভের বেদিতে।

সবশেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT