ঢাকা (দুপুর ১:৪৩) রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বৃহস্পতিবার বিকেল ০৫:৫৯, ২৭ মে, ২০২১

দৈনিক আজকের কুমিল্লা’র অনলাইন নিউজ পোর্টালে গতকাল বুধবার (২৬ মে,২০২১ খ্রি.)” দাউদকান্দিতে বিরোধের জেরে বসত ঘর নিশ্চিহ্ন করে দিয়েছে প্রতিপক্ষরা” শিরোনামে একটি সংবাদ প্রচার হয়।

এই সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়ে ওসমান নামের ভুক্তভোগী বলেন,”কোনো যাচাই-বাছাই না করে আমাকে হেয় বা ফাঁসানোর জন্য আমার প্রতিপক্ষ সম্পুর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটি ভিত্তিহীন সংবাদ করেছে। আমি এই সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, এই জায়গায় ঘর নির্মাণ বা কোনো কাজ না করার জন্য বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই এখানে কোনো পক্ষেরই ঘর ছিলো না।”

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়,”বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে ভাটোয়ারি মামলা চলমান। উভয় পক্ষকে আমরা পরামর্শ দিয়েছি আদালতের সিদ্ধান্তের বাইরে না যাওয়ার জন্য। এমনকি উভয় পক্ষের উপর এই জায়গায় যেনো কোন ঘর নির্মাণ না করে আদালত নিষেধাজ্ঞা জারি করেছিলো যার মামলা নম্বর ২৭৮। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ যদি ঘর নির্মাণ করে থাকে সম্পূর্ণ বেআইনি।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT