ঢাকা (রাত ১০:১৫) মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী হত্যা চেষ্টা মামলায় আ.লীগ নেতা লিটন সওদাগর গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:১০, ১৬ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে পৌর আওয়ামী লীগের এক নেতাসহ একাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগতরাতে বিভিন্ন এলাকায় অভিযান করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার মামলা নং-০৯, তারিখ ২৮/০৮/২০২৪, ধারা ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩০৭/৩২৬/৫০৬/১১৪/১০৯/৩৪ পেনাল কোডের একটি মামলার প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে দাউদকান্দি পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. লিটন সওদাগরকে গ্রেপ্তার করা হয়। সে পৌরসভার ৪ নং ওয়ার্ড উত্তর সতানন্দী গ্রামের মৃত রহম আলী সওদাগরের ছেলে।

এছাড়াও পৃথক পৃথক অভিযানে আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়। ধৃত আসামীদের আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT