ঢাকা (রাত ২:৫৩) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দিতে বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock মঙ্গলবার দুপুর ০২:৪৪, ৭ নভেম্বর, ২০২৩

একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত অস্ত্রধারী আসামি রায়হান (৩৮) দাউদকান্দি পৌরসভার উত্তর নসরুদ্দি ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমানের পুত্র।

মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান,” মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাম্মেল হক স্যারের নির্দেশে গোপন সংসবাদের ভিত্তিতে রাত্রিকালীন বিশেষ দায়িত্ব্যে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার( ৬ নভেম্বর) দিবাগত রাত ৫ টায় পশ্চিম মাইজপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রবের বাড়ির গলি থেকে অপরাধ সংঘটিতকালে ঘটনস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ রায়হানকে গ্রেফতার করে। ”

মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো মোজাম্মেল হক পিপিএম জানান, “ধৃত আসামি রায়হানের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত একটি মামলা হয়েছে। আজ (৭ নভেম্বর) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আসামিকে আদালতে প্রেরণ করা হবে ।
এই আসামির বিরুদ্ধে মডেল থানায় ডাকাতি, দস্যুতা, মাদকসহ পূর্বের ৭টি মামলা আছে। যা আদালতে বিচারাধীন রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT