দাউদকান্দিতে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
হোসাইন মোহাম্মদ দিদার রবিবার বিকেল ০৪:২২, ১০ ডিসেম্বর, ২০২৩
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন ও গণগ্রেফতারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার(১০ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
এতে বক্তব্য দেন— কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লতিফ ভূঁইয়া, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নূর মোহাম্মদ সেলিম সরকার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনেরনেতা-কর্মীরা।
এতে বক্তারা সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার বন্ধ ও কারান্তরীন নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি জানান।
বিএনপি নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ সরকার আজ ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন।গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। বিএনপি মানুষের অধিকার ফেরাতে ন্যায় সঙ্গত আন্দোলন করেছেন। এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। প্রহসনের নির্বাচন বন্ধ ও গুম খুনের বন্ধ করার দাবি ওঠে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে।