ঢাকা (রাত ২:৪০) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে বাসে অগ্নিকান্ডে নিহতের ঘটনায় থানায় মামলা

এইচএম দিদার:কুমিল্লা এইচএম দিদার:কুমিল্লা Clock শনিবার রাত ০২:২২, ১৩ মার্চ, ২০২১

বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার গৌরীপুরে যাত্রীবাহী বাসে আগুন লেগে ২ জন নিহতের ঘটনায় এসআই মোস্তফা কামাল বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে বাসের চালক ও মালিককে আসামী করা হয়েছে।

গত বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা মতলব এক্সপ্রেস এর একটি যাত্রীবাহী বাস গৌরীপুর স্ট্যান্ডে ইউটার্ণ নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বাসটিতে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই জন। দগ্ধ হয়ে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২২ জন। এর মধ্যে ৬ জনের অবস্থা গুরতর। তাদের শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে। চিকিৎসকদের ভাষ্যমতে, তারা সঙ্কামুক্ত নয়।

দাউদকান্দি মডেল থানার অফিসার-ইন-চার্জ মো.নজরুল ইসলাম জানান,”বাসে কী কারণে আগুন লাগছে এ বিষয়টি এখন বলা যাচ্ছেনা।কারণ এ বিষয়টি এখন তদন্তাধীন। সব কিছু বিশ্লেষণ করা হচ্ছে তারপর এ বিস্তারিত বলা যাবে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT