ঢাকা (সকাল ১০:১৭) মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার দুপুর ০২:০৭, ৩ এপ্রিল, ২০২৫

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেন— মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী।

ভুক্তভোগীর পরিবার শিশুটিকে উদ্ধার করে ঘটনার পরদিন রাতে মডেল থানায় নিয়ে আসে, পরে পুলিশের সহযোগিতা চাইলে মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)সহ একটি চৌকস টিম ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের বিরুদ্ধে অভিযুক্ত আল আমিন( ২০) নামের এক আসামিকে গ্রেফতার করে নিয়ে আসে।

শিশুটির মা জানান, ঈদে বাড়িতে মেহমান থাকায় আমি কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ আমার মেয়েকে (শিশু) দেখতে না পেয়ে আমরা খোঁজ করতে থাকি। পরে আমাদের প্রতিবেশী এক নারী আমাকে বলে যে, আল-আমিন আমার মেয়েকে নিয়ে সিএনজিতে বসে আছে। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে আল-আমিন পালিয়ে যায়। আমার মেয়ের শারীরিক অসুস্থতা ও অসংলগ্ন কথাবার্তায় আমি বুঝতে পারছি যে ঐ ছেলে আমার মেয়ের সর্বনাশ করার জন্য কিছু একটা করেছে। তাই আমি থানা পুলিশের কাছে এসে সহযোগিতা চাই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে , অভিযুক্ত আল আমিন ঐদিন শিশুটিকে একটি খাবার জুস কিনে দেয়। এরপর কী হয়েছে তা কেউ সঠিক বলতে পারছেন না। তবে স্থানীয় আরও অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে অভিযোগকারীর আগে থেকে পারিবারিক একটি ঝামেলা ছিল। অভিযুক্ত আল-আমিন এর আগেও অনেকের সঙ্গে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে সামাজিক অবক্ষয়ের মত ঘটনা ঘটিয়েছে।

সূত্র জানায়, শিশুটিকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সেে প্রাথমিক চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের মত তেমন কোনো ধরনের আলামত না পাওয়া যায়নি।

এদিকে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে(কুমিক) প্রেরণ করা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) তানভীর আহমেদ ।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী জানান, ” শিশুকে ধর্ষণের দায়ে গতকাল বুধবার(২ এপ্রিল) দিবাগত রাতে অভিযোগের ভিত্তিতে একজন আসামি গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার(৩ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের দায়ে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
ধৃত আসামীকে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”

ধৃত আসামীর চক্রতলা গ্রামের মমিন মিয়ার ছেলে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT