দাউদকান্দিতে ন্যায্য মূল্যের দোকানে নিম্ম আয়ের মানুষের ভীড়
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা মঙ্গলবার দুপুর ০৩:৫৬, ৩ আগস্ট, ২০২১
বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে চাল ও আটাসহ বিভিন্ন ভোগ্য পণ্য বিক্রয় করে থাকে।
এতে করে নিম্ন আয়ের মানুষদের আয়ের উৎস থেকে খাদ্যের যোগান দিতে বেগ পেতে হয় না।
দাউদকান্দি পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাই স্কুল সংলগ্ন এলাকায় একটি ওএমএস ডিলারে গিয়ে দেখা যায় চাল ও আটা ক্রয় করার জন্য এখানে নিম্ন আয়ের মানুষের ভীড় লেগে আছে।
ওএমএস ডিলার এর তত্ত্বাবধায়ক ও উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি সোহেল রানা জানান,”আমরা খাদ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ১৮ টাকায় জন প্রতি সর্বোচ্চ ৫ কেজি আটা ও ৩০ টাকায় জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি চাল বিক্রয় করছি।
তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারি করোনা ও লকডাউনের কারণে অনেকেই আয়ের পথ হারিয়েছে। ওএমএস ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে মানুষজন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য কিনতে পেরে কিছুটা স্বস্তির নিঃস্বাস ফেলছে।“