দাউদকান্দিতে জোরপূর্বক প্রবাসির সম্পত্তি দখলের অভিযোগ
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা সোমবার সন্ধ্যা ০৬:৪৩, ২১ জুন, ২০২১
উপজেলার বরকোটার ডেকরি খোলা গ্রামে এমন অভিযোগ করেন আয়েশা আক্তার নামের এক প্রবাসির স্ত্রী।এ বিষয়ে কুমিল্লা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম সরদার বাদী আয়েশা আক্তারের পক্ষে রায়ের পরেও জোরপূর্বক ভোগদখল সাব কওলা দলিল মূলে ৩০ শতোক মালিকের সম্পত্তিতে ইট,বালু ও সিমেন্ট ফেলে দখলের চেষ্টা করছে বিবাদীরা।
বিবাদী সুমন সজীব ও মোর্শেদা বাদীকে বিভিন্নভাবে হুমকিধামকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন বলে জানান প্রবাসি এরশাদ মিয়ার স্ত্রী আয়েশা আক্তার।
আদালতের বিচারক মামলার বাদীর পক্ষে সম্পত্তি ভোগদখল মূলে মালিক রায় দিয়ে মামলার নিষ্পত্তি করেন এবং বিষয়টি দায়িত্বরত ওসি(অফিসার–ইন–চার্জ) মডেল থানাকে বাদীর আবেদনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।