দাউদকান্দিতে জায়গা নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে সন্ত্রাসী ভাড়া করে হত্যা চেষ্টা
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা শনিবার রাত ১১:০৮, ৪ সেপ্টেম্বর, ২০২১
দাউদকান্দি উপজেলার রামায়েতকান্দি গ্রামে জায়গা জমির বিরোধিতার জেরে আপন ছোট ভাইের ছেলেকে ভাড়াটিয়া সস্ত্রাসী দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন ভাতিজা মোঃ সাইফুল ইসলাম সিকদার।
জানা যায় গত ২৭ আগষ্ট শুক্রবার বিকাল ৫টার দিকে মোস্তাক সিকদারের নেতৃত্বে আনোয়ার সিকদার পিতা মোস্তাক সিকদার, মফিজল সিকদার,পিতা চান্দু সিকদার ও হারুন মিজি পিতা জিন্নাত মিজি গ্রাম তালতলি থানা মতলব জেলা চাঁদপুরসহ আরো ৭/৮ জন অজ্ঞাতনামা সস্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র, লাঠিসোটা, ধারালো দা নিয়ে সাইফুর ইসলামের বসতবাড়িতে জোর করে প্রবেশ করে টিনের বেরা ভাঙচুর করে প্রায় ৩০টি বিভিন্ন প্রজাতির গাছগাছালির চাড়া কোটে ফেলে হামলাকারীরা।এরপর জোরপূর্বক জায়গা দখল করতে চাইলে সাইফুর সিকদার বাধা দিতে গেলে সাইফুল শিকদারকে ভাড়াটিয়া সন্ত্রাসীরা এলোপাতাড়ি কিল,ঘুষি,লাথি,মারতে থাকে। একপর্যায়ে সাইফুলকে তারা মেরে ফেলার জন্য শরীরে চারটি কোপ দেয়। এমতাবস্থায় তার আত্মচিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় মোঃ সাইফুল সিকদার বাদী হয়ে মোস্তাক সিকদারকে প্রধান আসামী করে ৪ জনসহ ৭/৮ অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোস্তাক সিকদার পিতা আবদুল মান্নান সিকদারকে(রামায়েতকান্দি,দাউদকান্দি,কুমিল্লা) গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।