দাউদকান্দিতে জামায়াতে ইসলামী আমীর বাহলুলের গণসংযোগ

হোসাইন মোহাম্মদ দিদার
শুক্রবার সকাল ০৮:৩৩, ১৮ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সারাদেশব্যাপী দাওয়াত পক্ষের কর্মসূচি হিসেবে দাউদকান্দি পৌরসভার বিভিন্ন এলাকায় দুপুর থেকে সন্ধ্যা অবধি দাওয়াত কাজ ও গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহলুল।
বৃহস্পতিবার(১৭ এপ্রিল) দুপুর থেকে বিরামহীনভাবে গণসংযোগ করতে দেখা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী উপজেলা জামায়াতে ইসলামী আমির মনিরুজ্জামান বাহলুলকে।
গণসংযোগ ও দাওয়াতি কাজে সঙ্গে থাকা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা রেজাউল হক সরকার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটির নির্দেশে জামায়াতে ইসলামী মনোনীত(দাউদকান্দি-তিতাস) কুমিল্লা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান বাহলুল এই গণসংযোগ ও প্রচারণা করেছেন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল বলেন, আমরা নির্বাচনের পক্ষে। মানুষের অধিকারের পক্ষে। ভোটের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, প্রয়োজনীয় সংস্কার শেষ হলে কালবিলম্ব না করে অন্তবর্তীকালীন সরকার একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আয়োজন করবে এই প্রত্যাশা আমাদের। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়।”
এসময় সঙ্গে ছিলেন— কুমিল্লা জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, পৌর আমীর আবুল কাশেম প্রধানিয়া,
কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, পৌর জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা শাহজাহান তালুকদার, পৌর এসিট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক, পৌর বায়তুল মাল সেক্রেটারি বিল্লাল মিয়াজী, ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী নেতা জসীমউদ্দিন আহমেদ, কাজী আব্দুল হাই সিদ্দিক প্রমুখ।