ঢাকা (রাত ১০:৩৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে জামায়াতে ইসলামীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার বিকেল ০৪:৪৬, ২৩ জানুয়ারী, ২০২৫

দাউদকান্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ২৫ জানুয়ারী শনিবার কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের আগমন ও কর্মী সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় পৌরসদরের একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মিজানুর রহমান আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।

এর আগে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মনিরুজ্জামান বাহলুল।

 

মতবিনিময় সভায় আগামী ২৫ জানুয়ারি শনিবার জামায়াতের কর্মী সম্মেলনের বিভিন্ন বিষয় সাংবাদিকদের তুলে ধরা হয়।

 

এসময় অন্যান্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন—কুমিল্লা উত্তর জেলা মজলিসে সূরা সদস্য মাওলানা খন্দকার আবুল বাশার,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারী মাওলানা মোশাররফ হোসেন,তিতাস উপজেলার জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জি.শামীম সরকার বিজ্ঞ, দাউদকান্দি পৌরসভা আমীর মাওলানা আবুল কাশেম প্রধানীয়া, উপজেলা নায়েবে আমীর শরীফ মোহাম্মদ রুকনউদ্দিন, সেক্রেটারী  মনিরুজ্জামান, পৌরসভা সেক্রেটারী শাহজাহান তালুকদার, উপজেলা রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারী এডভোকেট মুখলেসুর রহমানসহ জামায়াতে ইসলামীর অংঙ্গ সংগঠনের সংঘঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT