ঢাকা (রাত ১১:০৯) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock রবিবার দুপুর ০৩:৪৯, ২২ অক্টোবর, ২০২৩

“আইন মেনে সড়কে চলি, স্নার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যে উপজেলার গৌরীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

 

রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং দাউদকান্দি হাইওয়ে থানার যৌথ উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

 

নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক লিটন সরকার বাদলের সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো: মহিনুল হাসান, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবীর সোয়েব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিসের এসও মোহাম্মদ রাসেল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মো. রকিব উদ্দিন, নিসচার পৃষ্টপোষক মো.কামাল উদ্দিন।

 

র‍্যালী ও সমাবেশে নিসচা’র সদস্যরা, উপজেলা প্রশাসন, হাইওয়ে ও জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, সড়ক ও জনপদ বিভাগ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT