দাউদকান্দিতে জমিজমা নিয়ে প্রতিপক্ষকে হামলা: ছেলেসহ আহত: ৬, স্বর্ণ ও নগদ টাকা লুট
স্টাফ রিপোর্টার
শুক্রবার রাত ০৮:৩৮, ৭ নভেম্বর, ২০২৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের গলিয়ারচর এলাকায় সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত ৬ ও ৭ নভেম্বর মো. সফর উদ্দিন (৪৩) ও তার পরিবারের ওপর হামলা চালানো হয় বলে জানা যায়। হামলায় সফর উদ্দিন, তার ছেলে মো. নুর উদ্দিনসহ ৬জন গুরুতর আহত হন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে এলোপাতাড়ি মারধর করে এবং বাড়িঘর ভাংচুর করে নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় সফর উদ্দিন দাউদকান্দি মডেল থানায় প্রধান বিবাদী মো. ডালিম মিয়াসহ ৬ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন,
“অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে আহতরা দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের বক্তব্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


