ঢাকা (দুপুর ১:৫৫) বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ছাত্র আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার আসামী সোহেল গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বুধবার সন্ধ্যা ০৬:০০, ১৬ এপ্রিল, ২০২৫

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বাবু হত্যা মামলায় আওয়ামী লীগের আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী সোহেল(৪০) উপজেলার উত্তর ইউনিয়নের গঙ্গাপ্রাসাদ গ্রামের নুরুল হকের ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের শাসনামলে সোহেল সরকার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রচারণা চালাত এবং ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোতাব্বির হোসেন। পুলিশ জানায়, “পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর উপস্থিতি সনাক্ত করে বুধবার সকাল সাড়ে ১১ টায় দাউদকান্দি পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।”

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুনায়েত চৌধুরী জানান, ” বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বাবু হত্যা মামলায় ধৃত আসামী সোহেল সরকারের সংশ্লিষ্টতা তদন্তে প্রমাণিত হওয়ায় অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে। চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে আজ বুধবার( ১৬ এপ্রিল) মামলা নং-৩, পেনাল কোড ১৪৩/৩০২/ ৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ধৃত আসামীসহ অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে আরও দুই আসামীকে কুমিল্লা বিজ্ঞ জজ আদালতে প্রেরণ করা হয়েছে। “




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT