ঢাকা (রাত ১১:৪৫) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock শনিবার রাত ০১:৫৭, ৩১ জুলাই, ২০২১

৩০ জুলাই শুক্রবার গভীর রাতে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল বিআরটিসি বাস স্টেশনের সামনে থেকে একটি পিকআপ থেকে ৬ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে।

মডেল থানার ডিউটি অফিসার এএসআই রোজিনা আক্তার জানান, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল মোঃ জুয়েল রানা, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নির্দেশনায় রাত্রিকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ নাজমুল হোসেন, এএসআই মোঃ শামীম, এএসআই মোশাররফ হোসেন,এএসআই  আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল বিআরটিসি বাস স্টেশনের সামনে থেকে ঢাকা গামী ঢাকা মেট্রো ঢ-১১ -২৬৭৪ পিকআপ ভ্যানে তল্লাশী করে ৬ কেজি গাঁজাসহ শাহাদাত হোসেন, আরিফুর রহমান পারভেজ, ইয়াছিন ভূইয়া জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, কুমিল্লা জেলার কোতোয়ালি থানার নূরপুর গ্রামের মৃত ইব্রাহিম মিয়া-র পুত্র মোঃ শাহাদাত হোসেন, একই গ্রামের আবুল কাশেমের পুত্র মোঃ ইয়াছিন ভূইয়া, একই জেলার সদর দক্ষিণ থানার মহেশপুর গ্রামের আব্দুল গফুর মিয়া-র পুত্র মোঃ আরিফুল রহমান পারভেজ।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT