দাউদকান্দিতে করোনা আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সাপোর্ট দিচ্ছেন এএসপি জুয়েল রানা
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা সোমবার রাত ১০:৪৬, ২ আগস্ট, ২০২১
দাউদকান্দিতে করোনা আক্রান্তকারীর চিকিৎসা সেবায় অক্সিজেন সহায়তা দিয়ে অগ্রণী ভূমিকা রাখছেন এএসপি জুয়েল রানা।
দাউদকান্দি সার্কেল এর জৈষ্ঠ্য সহকারি পুলিশ সুপার এএসপি মো.জুয়েল রানা কিছু সমাজ সেবকদের সাথে নিয়ে নিজ উদ্যোগে করোনা আক্রান্তকারীর জীবন বাঁচাতে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন দুয়ারে দুয়ারে।
হিসেব মতে এ পর্যন্ত করোনা আক্রান্ত ১৮ জন রোগীকে এ সেবা পৌঁছে দিয়েছেন তিনি।
পুলিশের এই কর্মকর্তার দুর্যোগ মুহুর্তের মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে প্রশংসা করে কবি ও
সাংবাদিক সমাজ কর্মী আলী আশ্রাফ খান বলেন,”দেশের এই ক্রান্তিলগ্নে সকলেই এএসপি মো.জুয়েল রানা‘র মতো যে যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। তিনি আরও বলেন, দল–মত নির্বিশেষে সকলের মুষ্টিবদ্ধ ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগীতায় অচিরেই এই ভয়াল পরিস্থিতি কাটিয়ে সুস্থ জীবনে ফেরা সম্ভব।“