দাউদকান্দিতে একাধিক মাদক মামলার আসামির লাশ উদ্ধার
হোসাইন মোহাম্মদ দিদার বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৩১, ২১ ডিসেম্বর, ২০২৩
দাউদকান্দি, কুমিল্লা : রহুল আমিন (৪৫) নামের এক মধ্যবয়সী কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২০ ডিসেম্বর) রাত ১১টায় উপজেলার বারপাড়া ইউনিয়ন এলাকার জায়গীর নামক স্থানে।
বিষয়টি নিশ্চিত করে মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক(এসআই) সুজয় মজুমদার বলেন, ”
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাম্মেল হক পিপিএমসহ পুলিশের একটি চৌকস টিম।”
রুহুল আমিন মোল্লা (৪৫) নামের এক ব্যক্তির মাথায় আঘাতপ্রাপ্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক আইনে ৭–৮টি মামলা রয়েছে থানায়। গতকাল বুধবার রাতে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, পূর্ব বিরোধের জেরে জায়গীর গ্রামের রুহুল আমিন মোল্লাকে হত্যা করা হয়েছে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাম্মেল হক পিপিএম জানান”, গতকাল রাত ১১টার দিকে গ্রামের এক রাস্তায় মরদেহ দেখতে পায় এলাকার লোকজন। তারপর পুলিশ খবর দিলে বুধবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া তাঁর নামে একাধিক মাদক আইনের মামলা রয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর জানা যাবে।”