ঢাকা (বিকাল ৪:০৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চাইঃ-কামরুল ইসলাম খান 

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা  এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা  Clock শনিবার বেলা ১২:৫১, ২০ নভেম্বর, ২০২১

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ভোটের পরিবেশ নিরাপদ রাখতে,ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপরতা শুরু করেছে।

তিনি বলেন, ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেই লক্ষে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে আমরা সচেষ্ট আছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণায় যাতে কেউ প্রভাব বিস্তার করে বাধা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে আমরা একাধিক গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি।

সকল প্রার্থীই ভোটের মাঠে স্বতস্ফুর্তভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর বা অভিযোগ আমার কাছে আসে নি।

আগামী ২৮ নভেম্বর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের বিষয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম যৌথভাবে কাজ করছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT