থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর চিকিৎসার দায়িত্ব নিলেন জাহিদুল ইসলাম
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা শনিবার দুপুর ০১:৫১, ৫ জুন, ২০২১
কিছু কিছু আর্তনাদ মানুষের হৃদয় ছুঁয়ে যায়। হৃদয় ছুঁয়ে দিতেই ভুবেন হাজারিকা হয়তো গেয়েছিলেন “মানুষ মানুষের জন্য” এই একটি লাইন পাষাণ হৃদয়ও গলিয়ে দেয় সহজে।
মানবতার জন্য, মানুষের জন্য কিছু মানুষ নিজের জীবনের কথাও ভুলে যান। ভুলে যান সংসারের কথা। মুলত এদের কারণেই পৃথিবী হয়তো বা বেঁচে আছে।
জেগে ওঠবেই মানবতা।জেগে ওঠবে প্রাণ। আবার কিছু মানুষের নিষ্ঠুরতা খুব বেশি আহত করে।তা অবলোকন করার শক্তি ও সামর্থ্য নেই আমার। তখন নিস্তব্ধতায় ঢেকে যায় গোটা দুনিয়া, মনে হয় এ বুঝি আঁধার নেমে এলো।
কালের পরিক্রায় তবুও চারোদিকেই মানবতারই জয়জয়কার। বলছি তেমনি একজন তরুণ উদ্যোক্তা ও মানবতা প্রেমিকের গল্পের কথা।
মনে পড়ে মাসখানেক আগে থ্যালাসেমিয়া রোগী শিশু আব্দুর রহমান এর চিকিৎসার্থে সহযোগীতা চেয়ে আমার ফেসবুক ওয়াল থেকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। সেই স্ট্যাটাসটি ফলোআপ হয়েছিলো আমার খুব কাছের কয়েকজন ভাই–বন্ধুর।
তারমধ্য অন্যতম বিভিন্ন আর্তমানবিক সংগঠনের সাথে জড়িত তরুণ মানবতার ফেরিওয়ালা দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের সাবেক উপজেলা ভাইস–চেয়ারম্যান আমানউল্লাহ এসডু তনয় মো.জাহিদুল ইসলাম বাবু থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর চিকিৎসার দায়িত্ব নিলেন। বাবুর এমন মানবিকতায় যারপরনাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশু আব্দুর রহমান এর পরিবারের সদস্যরা।
জাহিদুল ইসলাম বাবু বলেন,”সমাজের প্রতিটি বৃত্তবানরা এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করা উচিত। তিনি কাজী নজরুল ইসলাম এর কবিতার একটি লাইন আওরিয়ে আরও বলেন,”আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে” সমাজের ভালো কাজে তরুণরা এগিয়ে আসতে হবে,তাই এ দেশ, এ সমাজ আলোকিত হবে। একদিন অদূরেই মানবতায় ভরে ওঠবে এ বিশ্ব।হয়তো সেদিন আর বেশি দূরে নয়।
বাবু সরকার বলেন, মানবতাই ধর্ম। মানবতা এক ধরনের এবাদত। আমার বয়স কম। অসহায় মানুষের জন্য আমার কাঁদে। আমার জন্য দোয়া করবেন আমি যেনো সর্বদা মানবিক কাজগুলো করে যেতে পারি।“