তিতাসে অনুষ্ঠিত হলো দ্বি-বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫

হোসাইন মোহাম্মদ দিদার
বৃহস্পতিবার রাত ১০:০০, ২০ মার্চ, ২০২৫
মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত আছে,” অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ”
এই অশান্ত সমাজে শান্তি ফেরাতে, বর্বরোচিত দশা থেকে একটি আদর্শ সমাজ ও দেশ গঠন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিকল্প নেই।
বিশ্ব মানবতার শান্তির স্বর্গীয় দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করে হয়তো তিতাস উপজেলা সাতানী ইউনিয়নের রামভদ্রা গ্রামের তরুণ তুর্কী দক্ষিণ কোরিয়া প্রবাসী মাহাদী ইব্রাহিম তার গ্রামের অন্যান্য কিছু তরুণ যুবাদের নিয়ে গড়ে তুলেছিলেন, ” রামভদ্রা যুব কল্যাণ পরিষদ” সেই থেকে এই সংগঠন অসহায় মানুষের জন্য হয়ে ওঠেছে এক ভরসার ঠিকানা। সংগঠনের প্রতিষ্ঠাসহ সকলে মিলে বিভিন্ন দুর্যোগ, দুর্বিপাকে বিপদগ্রস্ত মানুষের সাহায্য করে চলছেন দু-হাত বাড়িয়ে।
মহাগ্রন্থ কোরআন নাজিলের মাসে একঝাঁক তরুণদের প্রাণপণ প্রচেষ্টায় (২০ মার্চ) বৃহস্পতিবার এক জমকালো আয়োজনের মাধ্যমে তিতাস উপজেলার রামভদ্রা যুব কল্যাণ পরিষদের আয়োজনে গাজীপুর সরকারি খান মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হলো দ্বি-বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫।
এতে বিজ্ঞ বিচারকমন্ডলী সেরা হাফেজ নির্বাচনে কাজ করেন। সকাল থেকে শুরু হওয়া বিকাল ৪টা পর্যন্ত কোরআন থেকে তেলায়তের মাধ্যমে সেরা হাফেজ নির্বাচন করা হয়েছে।
বিজয়ীদের হাতে প্রায় লক্ষাধীক টাকার উপহার সামগ্রি তুলে দেওয়া হয়। প্রথম অধিবেশনে প্রথম ১০ পারা কোরআন তেলওয়াত প্রতিযোগিতায়
প্রথমস্থান অধিকার করেন—হাফেজ মাহবুব হাসান,দ্বিতীয় হন হাফেজ আয়মান সরকার
ও তৃতীয় হন হাফেজ খালিদ সাইফুল্লাহ
দ্বিতীয় অধিবেশনে প্রথম ৫ পারা কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেন হাফেজ এবাদুল্লাহ,দ্বিতীয় হন হাফেজ ফাহাদ হাসান ও তৃতীয় হন জিহাদুল ইসলাম। এছাড়াও ২৬ জন হাফেজে কোরআনকে প্রাহজ মানি দিয়ে সম্মানিত করা হয়। প্রথম অধিবেশনে প্রথমস্থান অধিকারীকে ২০ হাজার টাকার প্রাইজমানি দিয়ে সম্মানিত করা হয়। দ্বিতীয় অধিবেশনে প্রথমস্থান অধিকারীকে ১৫ হাজার টাকার প্রাইজমানি দিয়ে সম্মানিত করা হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচিতরা পান ১০ হাজার টাকার প্রাইজমানি।
এছাড়াও এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এতে কবি ও সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার ও কবি মোহাম্মদ মাসুদ রানাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
হিফজুল কোরআন প্রতিযোগিতায় সেরা হাফেজ নির্বাচনের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— তিতাস উপজেলার বরেণ্য আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম নদভী। আরও বক্তব্য রাখেন—
মাওলানা বাহাউদ্দীন আশরাফ, মাওলানা নাসিরউদ্দিন মুন্সী, মাওলানা জিয়াউর রহমান সাদী,মাওলানা রেদোয়ান ইসলাম, মাওলানা আবুল বাসার, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার ও কবি মাসুদ রানা।
অনুষ্ঠানে সভাপতিতত্ব করেন — স্থানীয় সর্বজনীন সমাদৃত ব্যক্তি—আব্দুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন— মুফতি সাইফুল ইসলাম সিদ্দিকী।