ঢাবির ছাত্রলীগ নেতাকে হেনস্তা করার মামলায় মৌলা মিয়া নামে আরও এক আসামি গ্রেপ্তার
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) রবিবার বিকেল ০৫:০৯, ১৮ এপ্রিল, ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আফজাল খান (২৪)কে হেনস্তা ও আটক করে রাখার ঘটনায় দায়ের করা মামলায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজার থেকে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৌলা মিয়া (৩৫)নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।তার বাড়ি উপজেলার বাদে হরিপুর গ্রামে।
ধর্মপাশা থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের স্নাতোকোত্তর শিক্ষার্থী আফজাল খান গত ২৯ মার্চ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলামের সহিংসতার ছবি দিয়ে একটি পোস্ট দেন।স্থানীয় কয়েকজন এটি স্ক্রীনসট দিয়ে রাখেন। গত ৬এপ্রিল বিকেল পাঁচটার দিকে আফজাল নিজ ইউনিয়নের জয়শ্রী বাজারে আসেন। এ সময় একই ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সদ্য বহিস্কৃত) আবুল হাশেম আলমের ছেলে আল মুজাহিদ (২৫) ছাত্রলীগের ওই নেতাকে টানা হেঁচরা ও ৩০-৪০জন লোক নিয়ে তাকে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আটক করে রাখেন। এ ঘটনায় ৭এপ্রিল আল মুজাহিদ ও তার বাবাসহ ২৯জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫জনকে আসামি করে ৭এপ্রিল রাতে ছাত্রলীগ নেতা আফজাল খান বাদী হয়ে ধর্মপাশা থানায় একটি মামলা করেন।
৭ এপ্রিল বিকেলে আল মুজাহিদের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের (সদ্য বহিস্কৃত)সাধারণ সম্পাদক আবুল হাশেম আলমের নিজ বাড়ি থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনে আটক করা হয়।পরে ছাত্রলীগ নেতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলা হওয়ার পর অভিযান চালিয়ে রাত তিনটার দিকে হরিপুর গ্রামের বাসিন্দা এজহারভুক্ত আসামি মো.রফিক (২৭)কে এবং গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জয়শ্রী বাজার থেকে মৌলা মিয়া (৩৫)নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খালেদ চৌধুরী আজ সাংবাদিকদের বলেন, ফেসবুকে হেফাজত ইসলামের সহিংসতার ছবি পোস্ট দেওয়াকে কেন্দ্র ছাত্রলীগ নেতা আফজাল খানকে হেনস্তা ও আটক করে রাখার ঘটনায় করা মামলায় এজহারভুক্ত আসামি মৌলা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।