ঢাকা (ভোর ৫:১১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ড. মোশাররফ হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, দাউদকান্দিতে দোয়া প্রার্থনা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার রাত ১০:২১, ৯ ডিসেম্বর, ২০২৩

দেশ বরেণ্য রাজনৈতিক, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আবারো অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

তার কনিষ্ঠ পুত্র বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মারুফ হোসেনের বরাত দিয়ে দাউদকান্দি পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভা ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ” সাবেক সফল মন্ত্রী আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার আজ শনিবার (৯ ডিসেম্বর) বিকালে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়েছে।
বর্তমানে তাঁকে আইসিইউতে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

আমরা বিএনপির নেতাকর্মীরা স্যারের জন্য দোয়া ও প্রার্থনার আয়োজন করেছি। আাল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন। স্যারের পরিবার দাউদকান্দি-তিতাস,হোমনা-মেঘনাসহ দেশবাসীর প্রতি তাঁর আরোগ্য প্রার্থনা করার জন্য দোয়া চেয়েছেন।

এদিকে ড. মোশাররফ হোসেনের অসুস্থতার খবরে তাঁর নির্বাচনী এলাকা দাউদকান্দি-তিতাস ও হোমনা-মেঘনায় দোয়া প্রার্থনা করেছেন বিএনপির নেতাকর্মীরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT