ঢাকা (রাত ৪:৪৪) বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ড.খন্দকার মোশাররফ হোসেনকে “বীর মুক্তিযোদ্ধা” আখ্যায়িত করে গেজেট প্রকাশ 

অন্যান্য ২৫৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১১:১১, ২৩ ডিসেম্বর, ২০২১

‘প্রবাসে বিশ্ব জনমত গঠন’ ক্যাটাগরিতে বীর মুক্তিযোদ্ধা হিসাবে ড.খন্দকার মোশাররফ হোসেনের নামে নতুন গেজেট প্রকাশ হয়েছে।

‘৭১- মুক্তিযুদ্ধকালে বিলাতে মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা রাখায় সরকার ‘প্রবাসে বিশ্ব জনমত গঠন’ ক্যাটাগরিতে বীর মুক্তিযোদ্ধা হিসাবে দেশবরেণ্য সিনিয়র রাজনীতিক ড.খন্দকার মোশাররফ হোসেনের নামে নতুন গেজেট প্রকাশ করেছে।

উল্লেখ্য, স্বাধীনতার পর ‘৭২সালে একজন মুক্তিযোদ্ধা হিসাবে ড.খন্দকার মোশাররফ হোসেনের নাম গেজেটে প্রকাশ হয়েছে।

বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্যাটাগরিতে বিন্যস্ত করেছে। ক্যাটাগরি সৃষ্টি করে সরকার ‘প্রবাসে বিশ্ব জনমত গঠন’ ক্যাটাগরিতে বীর মুক্তিযোদ্ধা হিসাবে ড.খন্দকার মোশাররফ হোসেনের নামে আজ বৃহস্পতিবার বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, তারিখ ২৩/১২/২০২১ এর মাধ্যমে নতুন গেজেট প্রকাশ করেছে।

মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্বজনমত সৃষ্টির জন্য খন্দকার মোশাররফ হোসেন ‘৭১সালে মুক্তিযুদ্ধকালে বিলাত প্রবাসী বাঙালীদের সংগঠিত করেন এবং ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক হিসাবে বলিষ্ঠ নেতৃত্ব দেন। বিদেশে দুঃসাহসী ও সংগ্রামী ভূমিকার কারণে তিনি স্বাধীনতাকামী বাংলাদেশের জনগণ ও অস্থায়ী বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা অর্জন করেন।

বাংলাদেশ স্বাধীন হবার পর তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর আমন্ত্রণে খন্দকার মোশাররফ হোসেন বিলেত থেকে বাংলাদেশে আসেন। রাষ্ট্রপতি তাঁর প্যাডে নিজ হাতে লিখিত অভিনন্দন জানিয়ে ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে বিলেতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ’ ড.খন্দকার মোশাররফ হোসেনকে অভিনন্দন পত্র দেন (তারিখ-২০ ফাল্গুন,১৩৭৮ বঙ্গাব্দ/৫মার্চ,১৯৭২ খ্রী.)।

‘প্রবাসে বিশ্ব জনমত গঠন’ ক্যাটাগরিতে বীর মুক্তিযোদ্ধা হিসাবে ড.খন্দকার মোশাররফ হোসেনের নামে  ২৩/১২/২০২১ এর মাধ্যমে নতুন সরকারী গেজেট প্রকাশ হওয়ায় কুমিল্লা উত্তর জেলা, দাউদকান্দি,মেঘনা,তিতাস ও হোমনা উপজেলা বিএনপি,অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের প্রিয় নেতাকে ফুলেল শুভাশীষ ও অভিনন্দন জানিয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT