ঢাকা (দুপুর ১২:৫০) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি’র সহধর্মিনী পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত

ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি’র সহধর্মিনী আনোয়ারা রাব্বীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি’র সহধর্মিনী আনোয়ারা রাব্বীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার বিকেল ০৪:৫৫, ২৭ মে, ২০২০

আসাদ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি’র সহধর্মিনী
আনোয়ারা রাব্বী’র শুশুর শাশুড়ি ও দুই ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন।

গত মঙ্গলবার রাত ৯ টা ৩০ মিনিটে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া গ্রামের মিয়া বাড়ি মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘ দিন যাবৎ অসুস্থ থাকায় গত মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্বামী ও তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮ টায় ঢাকা থেকে আনোয়ারা রাব্বির লাশ গটিয়া মিয়া বাড়ি মসজিদ প্রাঙ্গনে পৌঁছালে এক হ্ধসঢ়;দয় বিদারক দৃশ্যের অবতরণ হয়।

তার মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, স্পীকার, আ.লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, চীফ হুইপ ও হুইপ বৃন্দ সহ অন্যান্য সংসদ সদস্য বৃন্দ মরহুমার রুহের মাগফেরাত এবং ডেপুটি স্পিকার সহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT