ডাক্তারের কাছে রোগী নয় রোগীর কাছে ডাক্তার
মোঃ কামরুজ্জামান শনিবার দুপুর ০৩:৪৪, ২ মে, ২০২০
শফিউল আলম, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ “ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার” এই স্লোগান কে ধারণ করে করোনা দুর্যোগে ঘরবন্দী মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার জেলা ছাত্রলীগের যৌথ উদ্যোগে খুরুশকুল ইউনিয়নে ‘ভ্রাম্যমান হাসপাতাল’ এর শুভ উদ্বোধন। উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব হেলাল উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন, জেলা পুলিশ সুপার এবি এম মাসুদ হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র’মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট (এডিএম) শাহাজাহান আলী ও জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়।
আজ সকাল ১০ টায় ঘরে ঘরে স্বাস্হ্য সেবা দেয়ার লক্ষ্যে খুরুশকুল ইউনিয়নে এই হাসপাতালের ১ম দিনের কার্যক্রম শুরু হয়। কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিয়নে এই চিকিৎসা সেবা কার্যক্রম চলতে থাকবে বলে জানান জেলা প্রশাসক।