ঢাকা (সকাল ১১:৫৫) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock মঙ্গলবার রাত ১১:৩০, ১৩ আগস্ট, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ঘর চত্বরে ৪ ডাকাত সদস্যকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি লোহার রড ও একটি চাকু উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- জেলার সদর উপজেলার পোলাডাঙ্গা এলাকার আনতারা বেগম ও মৃত এনামুলের ছেলে আসিফ (১৯), হাসিনা বেগম ও লিটন আলীর ছেলে লিখন (২৩), লতা বেগম ও বাদল আলীর ছেলে খাইরুল ইসলাম (২০) এবং আজাইপুর দক্ষিনপাড়া এলাকার সাথী বেগম ও শাহিন আলমের ছেলে জাহিদ হাসান (১৯)।

জানা যায়, ভোর রাতে টোল ঘর চত্ত¡র এলাকায় সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ডাকাত দলের সদস্যরা। এ সময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে সংঘবদ্ধ হয়ে তাদেরকে দেশীয় বিভিন্ন অস্ত্রসহ আটক করে। ডাকাত দলের ৪ জন আটক হলেও একজন পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মেহেদী হাসান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT