ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
মেঘনা নিউজ ডেস্ক রবিবার বিকেল ০৫:৫৫, ১৬ ডিসেম্বর, ২০১৮
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে সূর্যোউদয়ের সাথে সাথে বিউগল বাজিয়ে ও তপ্পোধ্বনী দিয়ে স্বাধীনতার শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান সহ বিভিন্ন সংগঠনের
পক্ষ হতে শহীদদের শ্রদ্ধা জানান এবং অপরাজেয় ৭১ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এরপর জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রশাসকের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে জাতীয় সংঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তলনের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়।
উক্ত কুচকাওয়াজে জেলার বিভিন্ন বিদ্যালয়,কলেজের শিক্ষার্থী, স্কাউট ও রোভাররা অংশ নেয়।
কুচকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে ফুল দিয়ে সংবর্ধনা জানান অতিথিবৃন্দ। শেষে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন। ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।