ঠাকুরগাঁওয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কারাদন্ডের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

মেঘনা নিউজ ডেস্ক
বুধবার দুপুর ০৩:০৮, ৩১ অক্টোবর, ২০১৮
মোহাম্মদ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কারাদন্ডের প্রতিবাদে বিএনপির মানববন্ধন ২৯ ও ৩০ অক্টোবর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার কর্তৃক ফরমায়েশী রায়ের বিরুদ্ধে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
বুধবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঠাকুরগাঁও বিএনপির আয়োজনে তাদের নিজস্ব কার্যালয়ে বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচী থাকলেও পুলিশের বাধাঁয় তা ১২টর সময় অনুষ্ঠিত হয়।

এসময় বক্তরা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে আটকিয়ে রাখা হয়েছে। বিনা কারনে তাকে সাজা পেতে হচ্ছে। আমরা এই রায়ের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে খালেদা জিয়ার মুক্তির দাবী জানাচ্ছি।