ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতৃবৃন্দের রমেশ চন্দ্র সেনকে ফুলেল শুভেচ্ছা

মেঘনা নিউজ ডেস্ক
সোমবার রাত ০৯:৩৭, ২৬ নভেম্বর, ২০১৮
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আসন্ন জাতয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ‘লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনকে আবারো ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন দেওয়ায় আনন্দিত ঠাকুরগাঁও আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
আজ সোমবার দুপুরে জেলা আ‘লীগের আয়োজনে অডিটোরিয়াম হলরুমে রমেশ চন্দ্র সেনকে জেলা আ‘লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ আ’লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় নৌকার শ্লোগানে মুখোরিত হয়ে উঠে পুরো বিডিহল।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রমেশ চন্দ্র সেন এসময় তার বক্তেব্যে বলেন, আসন্ন নির্বাচনে এই আসনে আমরা বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে পারবো। সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঠাকুরগাঁও ১ আসনে নৌকার কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, নৌকায় ভোট দিলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, দেশে উন্নয়ন হয়। নৌকার উপর ভরসা রাখতে হবে। কারন এই আ:লীগের নৌকাই একমাত্র প্রতীক যে প্রতীক বিজয়ী হলে বাংলাদেশের উন্নয়ন হবে। সেজন্য সামনের নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে আবরো বিজয়ী করার আহ্ববান জানান রমেশ চন্দ্র সেন।