ঠাকুরগাঁওয়ে আনন্দ উদ্দীপনায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উৎসব -১৪২৬

ঠাকুরগাঁওয়ে আনন্দ উদ্দীপনায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উৎসব -১৪২৬
মেঘনা নিউজ ডেস্ক
রবিবার রাত ১০:৩৩, ১৪ এপ্রিল, ২০১৯
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আনন্দ উদ্দীপনায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উৎসব -১৪২৬ বর্ণাঢ্য আয়োজনে অত্যন্ত আনন্দ উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪২৬ বরণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০ টায় মঙ্গল শোভাযাত্রা নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা শেষে স্টেশন ক্লাবে অনুষ্ঠিত হয় পান্তা উৎসব। পরে বাঙালীর চিরচেনা ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব, লাঠি খেলা, সাপ খেলা, এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ষবরণ অনুষ্ঠান শেষে এক আকর্ষণীয় রেফল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, নিক্কন নাট্য সংগঠন ,সহ বিভিন্ন সংগঠনের আয়োজনে পৃথকভাবে আনন্দ এবং মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।