ঢাকা (দুপুর ১২:৪৭) রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

টেকনিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করলেন মেয়র সেইন

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার বেলা ১২:৩৫, ১১ মে, ২০২৪

লনী ভুঁইয়া ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের (প্রস্তাবিত) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন।

 

শুক্রবার (১০ মে) বিকাল ৩টায় দাউদকান্দি উপজেলার ৯ নং মোহাম্মদপুর ইউনিয়ন মলয় কৃষি অফিসার হাজী মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া সাহেব এর বাড়ি সংলগ্ন এলাকায় এই ট্যাকনিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

পরে মলয় লনী ভুঁইয়া ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শুভ সূচনা উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নাইম ইউসুফ সেইন বলেন,”দাউদকান্দিতে এই প্রথম বেসরকারিভাবে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হতে যাচ্ছে,এই বিষয় নিয়ে উনি খুব আনন্দিত। এতে এই এলাকার বেকারত্ব সমস্যা দূর হবে। গুছে যাবে দরিদ্রহার।

এই কার্যক্রম স্মার্ট দাউদকান্দি উপজেলা গড়ার একটি সহযোগী অংশ।

 

বক্তব্যে মেয়র সেইন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোক্তা প্রকৌশলী এ কে এম মাহবুব আলম ভূঁইয়া সুমনকে সাধুবাদ জানিয়েছেন । এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ।

 

আলোচনার ও কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপনের পর সময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন বানিয়াপাড়া দরবার শরীফের পীর— আল্লামা আবু বকর সিদ্দিক আল কাশেমী পীর সাহেব।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT