এডিট অপশন নিয়ে আসছে টুইটার
নিজস্ব প্রতিনিধি বুধবার দুপুর ০৩:৩৯, ৭ সেপ্টেম্বর, ২০২২
ভুল বানানে লেখা স্থায়ী টুইটার বার্তার সমস্যা থেকে; এই সেবার ব্যবহারকারীরা শিগগির মুক্তি পেতে যাচ্ছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি খুব শিগগির এডিট অপশন চালু করছে টুইটার।
এডিট ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো টুইট করার পর ৩০ মিনিট সময়ের মধ্যে তাদের ২৮০ অক্ষরের বার্তাটি সংশোধন করতে পারবেন।
যদি কোনো টুইট এডিট করা হয়, তাহলে সেখানে আলাদা একটি আইকন ও টাইমস্ট্যাম্প থাকবে। ব্যবহারকারীরা সংশোধনের আগে বার্তাটি কেমন ছিল, তা দেখতে পাবেন। অর্থাৎ, মেসেজ এডিট করা হলেও, মূল বার্তা (বা বার্তাগুলো) দেখা যাবে।
টুইটার আরও জানায়, এ মুহূর্তে ছোট একদল ব্যবহারকারী এই ফিচারটি পরীক্ষা করে দেখছেন, যাতে যেকোনো সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করা যায়।
প্রতিষ্ঠানটি একটি ব্লগ পোস্টে জানায়, কীভাবে এই ফিচারের অপ-ব্যবহার হতে পারে, সেটাও আমাদের পরীক্ষার বিষয়। এ বিষয়ে কখনোই শতভাগ সতর্ক থাকা সম্ভব না।
টুইটার ইঙ্গিত করেছে, পর্যায়ক্রমে সব ব্যবহারকারীদের এডিট ফিচার দেয়া হবে।
প্রতিষ্ঠানের মুখপাত্র স্টেফানি কর্তেজ জানান, পরীক্ষার মাধ্যমে টুইটার জানতে পারছে, সবার জন্য এডিট সেবা চালু হলে কী হতে পারে।