টিকটক ব্যবহারকারীদের উপর নজরদারির পরামর্শ সংসদীয় কমিটির
নিজস্ব প্রতিনিধি শুক্রবার রাত ০১:২৫, ২২ জুলাই, ২০২২
টিকটকের অপব্যবহার ও ক্ষতিকর দিকগুলো বিবেচনায় এর ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার (২১ জুলাই) সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে নজরদারি বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে চিঠি দেওয়ার সুপারিশ করা হয়ছে বলেও সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. আফছারুল আমীন, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং রুমানা আলী অংশগ্রহণ করেন।
এর আগে গত ১৩ জুলাই বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছর টিকটকে ভিডিও বানাতে গিয়ে ১০ জন তরুণ-তরুণী প্রাণ হারিয়েছে।
সংগঠনটি আরও জানিয়েছে, গত কয়েক বছর ধরে টিকটকের অপব্যবহার এতটা বেড়েছে যে, এটি বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য মৃত্যু ফাঁদ হিসেবে আবির্ভূত হয়েছে।